বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

পুরুষত্ব বৃদ্ধি করুন !

আমি দেখছি আমাদের পুরুষত্ব কমে যাচ্ছে দিন দিন !
আসুন, সামাজিক এ রোগের লক্ষণগুলো জেনে নিন ।


যদি আপনার থাকে ধর্ষণকামী মন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি করেন নারী নির্যাতন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি করেন শিশু নির্যাতন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি হন তোষামুদেজন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি হন দুর্নীতিতে নিমজ্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি চাঁদাবাজিতে করেন উপার্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি মাদক ব্যবসায় করেন উপার্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি খাদ্যে ভেজাল করে মুনাফা করেন অর্জন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !
যদি আপনি মিথ্যাবাদী, অসৎ রাজনীতিক হন - এটি পুরুষত্বহীনতার লক্ষণ !


সময়ের পরিবর্তনে, নৈতিক অধ:পতনে
আরো উপসর্গ হতে পারে প্রকাশ এ রোগের লক্ষণে ।


আপতত এগুলো থেকে নিজেকে বাঁচানোই সত‌্যিকারের পুরুষত্ব ।
শুভ কামনা সব পুরুষের জন্য- পুরুষত্ব বৃদ্ধি করুন ।
সামাজিক পুরুষত্বহীনতার দূরারোগ্য এ ব্যধি থেকে সবাই মুক্তি পাক,
সব পুরুষ করুক - ভালো মনের, সত্যিকার পুরুষত্বের আভিজাত‌্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন