রিমঝিম বৃষ্টি পড়ে
মধুর সুরে অবিরাম
সেই সুরে মন পাপিয়া
যপো রবের নাম ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
শান্তির এই অমীয়ধারা
যে রবেরই দান
তার নামেরই যিকির
আনে সুখের প্লাবণ ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
বৃষ্টি যেমন সতেজ করে
এইনা সবুজ জমিন
রবের যিকির করে তাজা
তোমার মন, হে মুমিন ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
মধুর সুরে অবিরাম
সেই সুরে মন পাপিয়া
যপো রবের নাম ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
শান্তির এই অমীয়ধারা
যে রবেরই দান
তার নামেরই যিকির
আনে সুখের প্লাবণ ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
বৃষ্টি যেমন সতেজ করে
এইনা সবুজ জমিন
রবের যিকির করে তাজা
তোমার মন, হে মুমিন ।
বলো-
আল্লাহু আল্লাহ ,আল্লাহু আল্লাহ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন