বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

আপাদমস্তক

মাথা
ভাব কেবল
মানবতা ।
কান
শোন শোষিতের
আহবান ।
চোখ
দেখে অন্যায়
রোখ ।
হাত
ভাঙ অবিচারের
বাধ ।
পা
মানুষের কল্যাণে
ধা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন