বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

কবিতার রাজপথে

সাবুদ !
ভালোবাসতে জানলে লাগেনা বারুদ !
আমার কবিতাই তাই আমার রাজপথ
গোলাপের সুবাস সেথা সাধনার প্রতিবাদ ।


কবিরা আবার অভিজাত শ্রেণীর হয় নাকি ?
কবিরা আমজনতার ।
কবির কবিতা তাই-
জনতার অধিকারের ইশতিহার ।


দ্রোহের স্লোগান
কবিদের গান ।


কবিতার রাজপথে-
শান্তির পায়রা ওড়ে,
মেলে ভালোবাসার সুর ঝংকারে সুখের সন্ধান,
কেবলই সেথায় মিছিলে  মিছিলে জনতার জয়গান ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন