বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

আমার স্বাধীনতা

মুক্তভুমে মুক্ত পাখি- মুক্ত কলরব,
মুক্ত মনে ওড়াউড়ি- মুক্তমনে সব,
এ আমার সোনার বাংলায়- মুক্তির বারতা,
একাত্তরে যুদ্ধে পাওয়া- আমার স্বাধীনতা ।।


ইচ্ছেখুশি স্বপ্ন দেখা- ইচ্ছে বিচরণ,
ইচ্ছেসুরে ডাকাডাকি– ইচ্ছে মত পণ,
এ আমার সুখেরই গান- অধিকারের কথা
একাত্তরে যুদ্ধে পাওয়া- আমার স্বাধীনতা ।।


আপনমনে ঘর বাধা- আপনমনে বাস,
আপনমনে সবার সনে - নায্য ভুমির চাষ,
এ আমার ভালোবাসা - এগিয়ে যাবার প্রথা
একাত্তরে যুদ্ধে পাওয়া- আমার স্বাধীনতা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন