সোমবার, ১৯ মার্চ, ২০১৮

স্বপ্ন বিনিময়

কবির সাথে হয় সব মানুষের স্বপ্নের বিনিময় নিয়ত । 
এজন্যই সব কবি বোধহয় স্বপ্নবাজ অবিরত ।।

হ্যাঁ, তোমারই স্বপ্নগুলো এঁকেছি, আমি আনমনে, 
         আমার রঙতুলির ভালোবাসায়- 
যদি পারো, তুমিও - এঁকে নিও আমার স্বপ্নগুলো, 
        সুন্দর আগামী দেখার প্রত্যাশায় ।

                             কবিতার দোহাই-
অগ্রজ-অনুজ স্বপ্নের এখনই বিনিময় চাই ।
- নয়তো পৃথিবী দু:স্বপ্নের আধারে ঢেকে যাবে !
হতাশা পৃথিবীকে গিলে খাবে !
                      গিলে খাবে- শোষক শোষিতকে, আরও-
পরাজিত হবে মানবতা, 
                             পরাজিত হবে কবিতার ধারও !

এখন দু:সময় ! বিশ্বজুড়ে দু:সময় !
কবি চোখ খোলো, স্বপ্ন আঁকো, আশা জাগাও-
কবিতার দোহাই- স্বপ্নের বিনিময় এখনই চাই ।
দু:সময় কেটে যাক, পৃথিবী হোক- সবার জন্য সুখময় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন