মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

এসো, রাধা-কৃষ্ণ হই!

বসন্ত মনে, আমারও বনে
হলুদিয়া পাখি কই ।
এমনও ক্ষনে, কথা কও কনে
উড়িয়া আসো সই ।।


কুসুম কোণে, সুরেরও সনে
মিলিয়া এসো রই ।
রাধিকা বিহনে, এ তপোবনে
কেমনে সাধক হই ।।


কলসী সনে, আসো গোপনে
প্রেমে পাগল সই।
যুগল মনে, বসন্ত বনে
এসো, রাধা কৃষ্ণ হই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন