সোমবার, ১৯ মার্চ, ২০১৮

চরনে নুপুর বাজে কার

চরনে নুপুর বাজে কার-
কোন সে মৃগ নয়নার 
এ হৃদয় হয় তোলপাড় 
জাগে শিহরণ বারবার!

সুরের প্রেমে মাতোয়ারা মন 
নৃত্যতালে খোজে আপনজন 
দুরে দুরে থেকে থেকে-
জ্বালিও না আমায় আর ।।

কাছে আসো ভালোবাসো, 
নয়নে নয়ন রাখো 
ছন্দে ছন্দে নৃত্য ঢঙ্গে 
হই দুজনে দুজনার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন