একটি ঘাসফুল- এক রঙিন প্রজাপতির সাথে দেখা করতেই জনমের শুরু তার এমনটি কখনো ভাবেনি। অনেক কিছু শিখে নিয়েছিল পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে। জীবনকে স্বাধীনভাবে সাজানোর স্বপ্নে কাটতো দিনরাত।
সময় বয়ে যায়- ঘাসফুলও যৌবন পায়। স্বপ্নরা এতদিনে বেশ বড় হয়ে ওঠে।
সমাজের লোক কানাঘুষো শুরু করে- আইবুড়ি হলো! জাত গেলো, সমাজ বাঁচাও!
সবার চাপে- বিয়ের পিড়ি! ঘাসফুলের স্বপ্ন শরতের কুয়াশা নেকাবে ঢাকে। আর আসেনি বসন্ত কোন দিন।
মেয়ে ঘাসফুল: আগন্তুক পথিকের পদপরশে চলে শেষবেলার প্রস্তুতি।
সময় বয়ে যায়- ঘাসফুলও যৌবন পায়। স্বপ্নরা এতদিনে বেশ বড় হয়ে ওঠে।
সমাজের লোক কানাঘুষো শুরু করে- আইবুড়ি হলো! জাত গেলো, সমাজ বাঁচাও!
সবার চাপে- বিয়ের পিড়ি! ঘাসফুলের স্বপ্ন শরতের কুয়াশা নেকাবে ঢাকে। আর আসেনি বসন্ত কোন দিন।
মেয়ে ঘাসফুল: আগন্তুক পথিকের পদপরশে চলে শেষবেলার প্রস্তুতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন