শরৎ এলো বলে-
কাশবন দোলে,
খুকুমনির কানে যেমন-
দোলে কানের দুল।
নীল আকাশে,
সেই আনন্দে,
ফুটেছে দারুন-
সাদা মেঘের ফুল।
নীল-সাদা পোশাকে
যেমন সাজে খুকুমনি!
তেমনই সুন্দর আজ-
শরতের রূপের খনি!
কাশবন দোলে,
খুকুমনির কানে যেমন-
দোলে কানের দুল।
নীল আকাশে,
সেই আনন্দে,
ফুটেছে দারুন-
সাদা মেঘের ফুল।
নীল-সাদা পোশাকে
যেমন সাজে খুকুমনি!
তেমনই সুন্দর আজ-
শরতের রূপের খনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন