একসময় "স্মৃতি" হয়ে যাবো তোমার!
তবে দু:খ করি না!
জানি, সবকিছুরই শেষ পরিনতি-
কৃষ্ণগহ্বর।
ভালোবাসা যখন ঘটনা দিগন্তে প্রবেশ করে-
আলো আর বিচ্ছুরিত হয় না।
বিরহ বেদনার বহুমাত্রিক আকর্ষণে-
আঁধার হয় বাসঘর।।
একসময় "স্মৃতি" হয়ে যাবো তোমার!
তবে দু:খ করি না!
জানি, সবকিছুরই শেষ পরিনতি-
কৃষ্ণগহ্বর।
ভালোবাসা যখন ঘটনা দিগন্তে প্রবেশ করে-
আলো আর বিচ্ছুরিত হয় না।
বিরহ বেদনার বহুমাত্রিক আকর্ষণে-
আঁধার হয় বাসঘর।।
একসময় "স্মৃতি" হয়ে যাবো তোমার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন