সে দেখতে ঠিক মানুষের মত-
অথচ তার হৃদয় খুঁড়ে কোন ভালোবাসা পাওয়া যায়নি!
পাওয়া গিয়েছে দুটো বাসা-
একটি ভীমরুলের,
                       অন্যটি মৌমাছির!
পুরো মস্তিষ্কজুড়ে এই দুইয়ের আনাগোনা সর্বক্ষণ।
তার স্বার্থ মেটাতে- কখনো সে ভীমরুল হয়ে হুল ফুটায় নিরীহ মানুষের গায়-
তারপর মৌমাছি হয়ে অন্যের অধিকার চুষে খায়!
সে দেখতে ঠিক মানুষের মত-
তবুও আমি তাকে- বিবর্তনে লেজ খসে পড়া প্রাণীই ভাবি মাত্র!