সান্তাক্লোজ, সান্তাক্লোজ
কি এনেছো বলো?
উঠলো হেসে ভালোবেসে
বড়দিনের আলো।

তোমার কাছে একটি চাওয়া
দাও বাঁশি উপহার।
তুলবো সুর সেই বাঁশিতে-
মানুষ ভালোবাসার।।