আজ, আমায় দিয়েছিস ফাঁকি
আর ভাবছিস, তুই ভীষণ লাকি!
আর ভাবছিস, তুই ভীষণ লাকি!
বুঝিসনে বোকা, হিসেব নিকেশ-
ব্রেক-আপেই হয়ে যায় শেষ!
ভালোবাসা বিহীন একলা ঘরে,
কাঁদবি বসে যেদিন!
আমায় ছাড়ার ভুলের হিসেব,
বুঝবি তুই সেদিন!
ব্রেক-আপেই হয়ে যায় শেষ!
ভালোবাসা বিহীন একলা ঘরে,
কাঁদবি বসে যেদিন!
আমায় ছাড়ার ভুলের হিসেব,
বুঝবি তুই সেদিন!
ব্রেক-আপ'ই শেষ কথা নয়!
মুখটি ডেকে দুটি হাতে,
মাঝেমাঝেই নিজের সাথে-
বহু কথাই হয়!
মুখটি ডেকে দুটি হাতে,
মাঝেমাঝেই নিজের সাথে-
বহু কথাই হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন