তোমার কাছে আজকে যাকে
শিশু মনে হয়,
একদিন হয়তো সেই শিশুটি
করবে বিশ্বজয়।।
শিশু মনে হয়,
একদিন হয়তো সেই শিশুটি
করবে বিশ্বজয়।।
শিশু অধিকার নিয়ে তাই
সচেতন হও তুমি,
যত্ন আর ভালোবাসায় গড়ো
শিশু বান্ধব ভূমি।
তবেই আসবে সুদিন এখানে
সময় হবে সুখময়।।
সচেতন হও তুমি,
যত্ন আর ভালোবাসায় গড়ো
শিশু বান্ধব ভূমি।
তবেই আসবে সুদিন এখানে
সময় হবে সুখময়।।
যা শিখাবে তা-ই শিখবে
ওরা অনুকরণ প্রিয়,
ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার
শিক্ষাটুকু দিও।
শিশু অধিকার নিশ্চিত হলে
মানবতার হবে জয়।।
ওরা অনুকরণ প্রিয়,
ভালো মানুষ হয়ে বেড়ে ওঠার
শিক্ষাটুকু দিও।
শিশু অধিকার নিশ্চিত হলে
মানবতার হবে জয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন