রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

তুমি বিনে শীত দ্বিগুণ!

তুমি বিনে শীতের তীর- বোধকরি দ্বিগুণ!
প্রথমত, দেহ খুন! দ্বিতীয়ত, মনও খুন!
একলা জীবন, বিরহ যাপনকাল-
বাড়ন্ত শীতের অনন্ত সমকাল।
অথচ,তুমি থাকলে- সুফলা প্রেম। বসন্ত বহুগুণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন