শুক্রবার, ১২ মার্চ, ২০২১

ফাগুনের আগুনে পূর্ণিমায়

 ফাগুনের আগুনে পূর্ণিমায়

- সাকিব জামাল


ফাগুনের আগুনে পূর্ণিমায়, 

ডুবে যায় মন- তোর দরিয়ায়!



শুদ্ধ প্রেমের শুভ্র সময়, 

হয় হয় বুঝি, দ্রুত হয় ক্ষয়।

করিস না তার- 

বিন্দু অপচয়!



নিভৃতে সখী, দ্রুত কাছে আয়!

গভীর প্রেমে, 

বেঁধে রাখ ফ্রেমে-

যুগলবন্দি সময়, লক্ষ্মী জোছনায়।



ফাগুনের আগুনে পূর্ণিমায়, 

ডুবে যায় মন- তোর দরিয়ায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন