শুক্রবার, ১২ মার্চ, ২০২১

তোমার অভিমানে...

 তোমার অভিমানে...

- সাকিব জামাল


প্রতিরাতের পাতায় পাতায় 

অদৃশ্য ইতিহাসে লেখা আছে,

তোমার অভিমান ভাঙতে- 

ঝরেছে কতো সমুদ্র জল দু'চোখে আমার!



অবাক হয়েছি, ভালোবাসার একান্ত অভিধান-

যখন খচিত হলো বিচ্ছেদের অনল রঙে,

নিরবে পুড়ে পুড়ে ছাই হলো যুগল প্রেমের স্বপ্নসকল,

তখন দুঃখ লাগে নি তোমার!



অথচ, রাতজাগা ক্লান্ত চোখদুটো আমার

প্রতিদিন তোমার অপেক্ষায়- 

ঝরা শিউলি ফুল হয়ে চেয়ে থাকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন