শুক্রবার, ১২ মার্চ, ২০২১

তব এসেছিলে তুমি

 তব এসেছিলে তুমি

- সাকিব জামাল


তব এসেছিলে তুমি একদিন কাছে মোর

সে সময়টুকুই শ্রেষ্ঠ এ জীবনে! 

নব নব স্বপ্নের করে দিয়েছো যে শুরু

আজ কেন? কোনদিনও হবে তার শেষ।



কেটে যায় দিন-রাত, আসে নতুন ভোর

ভাবি বসে একা আমি, আসবে তুমি ফের কবে

হংস মিথুনের জুটি হয়ে আবার উঠবো মেতে-

ক্লান্তিহীন ভালোবাসায় শুধু দুজনে হতে নিরুদ্দেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন