সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
কয়েকটি হাইকু
- সাকিব জামাল
১.
রূপালী চাঁদ
জাগে হৃদয়ে প্রেম
মানে না বাঁধ।
২.
জোছনা রাতে,
তোর বদন দেখি-
ফাগুনে চাঁদে!
৩.
শ্যাওলা শূল-
বদ্ধপুকুর মনে
ফোঁটে না ফুল!
৪.
ফাগুনক্রান্তি
'তুমিময়' বসন্ত
ভীষণ ভ্রান্তি!
৫.
চৈতালী রোদ,
যেন প্রেমিক মনে-
বিরহ বোধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন