শনিবার, ১৫ মে, ২০২১

যুগপথ অতৃপ্তি

 যুগপথ অতৃপ্তি

- সাকিব জামাল


একটি কালো ভ্রমর বসেছিল গোলাপের বুকে। 

গল্প চলছিলো অন্তরঙ্গ প্রেমের। 

গল্প চলতে থাকে, 

অথচ দু'জনে কল্পনায় ভাসে ভিন্নতায়!

আনমনে, ভ্রমর উড়ে যায়- 

রক্তজবার বুকে!

গোলাপ অনুভব করে- 

রঙিন প্রজাপতির ছোঁয়া!


আত্মার অমিলনে যুগপথ অতৃপ্তি দেহজ যুগলে!

সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

 সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

- সাকিব জামাল


যে উদ্যান থেকে এসেছিল একদিন 

স্বাধীনতা ও মুক্তির ডাক,

সে উদ্যানকেই অবরুদ্ধ করতে আজ 

বণিকেরা ছেড়েছে হাঁক!

গাছ কেটে হবে রেস্তরাঁ রঙমহল, 

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে!

হবে কার্বন নিঃসরণে তুমুল কেনাবেচা,

অক্সিজেন নিয়ে কেড়ে সমূলে!

নানান পাখি হবে সব নীড়হারা 

গাইবে না মধুর সুরে গান,

নান্দনিক প্রকৃতি হবে ছুরিকাহত,

হবে শ্বাসরুদ্ধ শহুরে প্রাণ!

পুঁজিবাদের রুজিমুখী ঘোরাফেরায়

হবে মনের বিকাশ বন্ধ,

একটু একটু করে বাড়বে 'দখল' 

সোহরাওয়ার্দী হারাবে ছন্দ!



অবশ্য, তাতে কার কী আসে যায়? 

কার করে খানিক মাথা ব্যথা?

তবে উদ্যান নিরবে কাঁদে! 

ভাবে, না-জানি সে কবে হারায়- 

স্মৃতিচিহ্নের নান্দনিকতা, 

ভাবগাম্ভীর্যের বিজয়গাঁথা।

সমুদ্রজল

 অথচ সমুদ্রজল অযোগ্য পানে!

- সাকিব জামাল


তৃষ্ণা তীব্র চাতকের মতো! বাসনা

অফুরন্ত জল। কাছে কলসী ছিল 

ইচ্ছে মেটে না, রপ্ত করেছি তাই

ছিনতাইয়ের ছল! পুকুর পেলাম।

চোখ ভরে না, গভীর নদীর প্রেমে 

ডাকাতি করে নিলাম! মন বলে 

আরও চাই, আরও চাই, চাই- 

সমুদ্রসম জল। লোভে উন্মত্ত আমি! 

অবৈধ সম্পদে নেশাগ্রস্থ ততদিনে, 

অন্ধকারে পরিচয় বদলে হই অমানুষ!


অথচ সমুদ্রজল অযোগ্য পানে!

শনিবার, ১ মে, ২০২১

এই সময়ের মলাট!

 এই সময়ের মলাট!

- সাকিব জামাল


দুঃখের মলাটে বন্দি এখন, জীবনের পাতাগুলো!



কী সাংঘাতিক সময়-

      কবিতাগুলো, 

      গল্পগুলো, 

      অথবা চরিত্রগুলো

সবার ইমোশনে সয়লাব স্যাড ইমোজি!



একমাত্র বাস গ্রহে-

      চলছে স্যাপিয়েন্স...

এ যাবতকালের অনিশ্চিত যাত্রায়!



পদে পদে এখন, দুঃখের মিউটেশন-

বেড়ে চলেছে কেবল দুঃখের ঢেউ!

কবে ফিরবে ফের, সুখের প্রচ্ছদে আঁকা ঢের- 

প্রাণবন্ত জীবন, জানে না কেউ!



দুঃখের মলাটে বন্দি এখন, জীবনের পাতাগুলো!

কৃত্রিম সম্পর্ক

 কৃত্রিম সম্পর্ক

- সাকিব জামাল


দেহাশ্রয়ী পরজীবী চিনতে যদি হয় ভুল,

তবুও ভালোবাসায়, অন্তিম ফলাফলে- 

ভাঙে হৃদয়ের সব কুল!



কৃষ্ণকালো কৃত্রিম অথবা প্রাণবন্ত প্রাকৃতিক, 

কি চাও? 

সম্পর্কে জড়ানোর আগেই-

সিদ্ধান্ত নাও।



পার্থিব লোভে, কৃত্রিম সম্পর্কে-

দেহাশ্রয়ী পরজীবী করে বাস!

মেলে না প্রেম অথবা সুখ, ববং তুমি-

সর্বভুকের আহার, খেলনার ছল, 

কাগজের ফুল!



কোন সম্পর্ককে কৃত্রিম করো না

ত্যাগ

 ত্যাগ

- সাকিব জামাল


উদাহরণ অন্যতম, 

ফাইটো-প্লাংটনে ঠোকর মারে মাছ-

হাসে, 

        নাঁচে, 

                বাঁচে!

ভিন্ন প্রজাতি,

সুখ-দুঃখের অনুভূতি ভিন্ন,

               তবুও বন্ধন খাদ্যজালে!

মায়াবী মৃত্যুর শৃঙ্খলে- 

অথবা অক্সিজেন দানে,

সবুজের ত্যাগে বাঁচে-

প্রাণীকুল পৃথিবীর বুকে।



অন্য গ্রহগুলো যেখানে নির্জীব,

ত্যাগ শেখো মানুষ, উদ্ভিদপ্রেমে।