শনিবার, ১ মে, ২০২১

এই সময়ের মলাট!

 এই সময়ের মলাট!

- সাকিব জামাল


দুঃখের মলাটে বন্দি এখন, জীবনের পাতাগুলো!



কী সাংঘাতিক সময়-

      কবিতাগুলো, 

      গল্পগুলো, 

      অথবা চরিত্রগুলো

সবার ইমোশনে সয়লাব স্যাড ইমোজি!



একমাত্র বাস গ্রহে-

      চলছে স্যাপিয়েন্স...

এ যাবতকালের অনিশ্চিত যাত্রায়!



পদে পদে এখন, দুঃখের মিউটেশন-

বেড়ে চলেছে কেবল দুঃখের ঢেউ!

কবে ফিরবে ফের, সুখের প্রচ্ছদে আঁকা ঢের- 

প্রাণবন্ত জীবন, জানে না কেউ!



দুঃখের মলাটে বন্দি এখন, জীবনের পাতাগুলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন