শনিবার, ১৫ মে, ২০২১

সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

 সোহরাওয়ার্দী উদ্যানের আর্তনাদ!

- সাকিব জামাল


যে উদ্যান থেকে এসেছিল একদিন 

স্বাধীনতা ও মুক্তির ডাক,

সে উদ্যানকেই অবরুদ্ধ করতে আজ 

বণিকেরা ছেড়েছে হাঁক!

গাছ কেটে হবে রেস্তরাঁ রঙমহল, 

ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে!

হবে কার্বন নিঃসরণে তুমুল কেনাবেচা,

অক্সিজেন নিয়ে কেড়ে সমূলে!

নানান পাখি হবে সব নীড়হারা 

গাইবে না মধুর সুরে গান,

নান্দনিক প্রকৃতি হবে ছুরিকাহত,

হবে শ্বাসরুদ্ধ শহুরে প্রাণ!

পুঁজিবাদের রুজিমুখী ঘোরাফেরায়

হবে মনের বিকাশ বন্ধ,

একটু একটু করে বাড়বে 'দখল' 

সোহরাওয়ার্দী হারাবে ছন্দ!



অবশ্য, তাতে কার কী আসে যায়? 

কার করে খানিক মাথা ব্যথা?

তবে উদ্যান নিরবে কাঁদে! 

ভাবে, না-জানি সে কবে হারায়- 

স্মৃতিচিহ্নের নান্দনিকতা, 

ভাবগাম্ভীর্যের বিজয়গাঁথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন