শনিবার, ১৫ মে, ২০২১

সমুদ্রজল

 অথচ সমুদ্রজল অযোগ্য পানে!

- সাকিব জামাল


তৃষ্ণা তীব্র চাতকের মতো! বাসনা

অফুরন্ত জল। কাছে কলসী ছিল 

ইচ্ছে মেটে না, রপ্ত করেছি তাই

ছিনতাইয়ের ছল! পুকুর পেলাম।

চোখ ভরে না, গভীর নদীর প্রেমে 

ডাকাতি করে নিলাম! মন বলে 

আরও চাই, আরও চাই, চাই- 

সমুদ্রসম জল। লোভে উন্মত্ত আমি! 

অবৈধ সম্পদে নেশাগ্রস্থ ততদিনে, 

অন্ধকারে পরিচয় বদলে হই অমানুষ!


অথচ সমুদ্রজল অযোগ্য পানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন