শনিবার, ১৫ মে, ২০২১

যুগপথ অতৃপ্তি

 যুগপথ অতৃপ্তি

- সাকিব জামাল


একটি কালো ভ্রমর বসেছিল গোলাপের বুকে। 

গল্প চলছিলো অন্তরঙ্গ প্রেমের। 

গল্প চলতে থাকে, 

অথচ দু'জনে কল্পনায় ভাসে ভিন্নতায়!

আনমনে, ভ্রমর উড়ে যায়- 

রক্তজবার বুকে!

গোলাপ অনুভব করে- 

রঙিন প্রজাপতির ছোঁয়া!


আত্মার অমিলনে যুগপথ অতৃপ্তি দেহজ যুগলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন