সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ভাষা
- সাকিব জামাল
ভাষা মানে আশা ভরা
মনের কথা বলা,
ভাষা মানে স্বপ্ন দেখা
নতুন পথে চলা।
ভাষা মানে তুলে ধরা
আপন পরিচয়,
ভাষা মানে বিশ্ব জুড়ে
ছড়িয়ে দেয়া জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন