শনিবার, ১৯ মার্চ, ২০২২

উত্তরাধুনিক সংসার

 উত্তরাধুনিক সংসার

- সাকিব জামাল


তোমাকে ভালোবাসি। কেন এই প্রেম-

বুঝি না। বোধহয়, বেশ কিছু জাদুবাস্তব ফেনোমেনা!

কতো কতো অমিল আমাদের। 

অথচ, বাবুই পাখির কাছ থেকে-

বাসা বাধার নিয়ম শিখেছি। 

শিখেছি সোনামুখী সুই-সুতোর কারুকাজ।

ক্যাঙ্গারু দেখে দেখে-

বুকে প্রজন্ম লালনের কৌশলও জেনেছি।

আবার হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে- 

স্বপ্ন ভাসিয়ে দেই মেঘের ওপারে! 

ইচ্ছে হয়, শূণ্যে উড়ি একা।


উত্তরাধুনিক সংসারঃ ঘুড়ির বিচ্ছিন্নতায়,

হয়তো আনন্দেই বাঁচে নাটাই- উৎসবের নীল ঠিকানায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন