শুক্রবার, ১১ মার্চ, ২০২২

তোমার ঘরে আমায় করো মেহমান

আল্লাহ আমার, ওগো রহমান 

তোমার ঘরে আমায় করো মেহমান। 

এই জীবনে অনন্ত একবার 

হজ্জ করার করো তৌফিক দান।।



মনে বড় ইচ্ছে জাগে- 

যাবো বাইতুল্লাহর গুলবাগে,

কাবা শরীফ করবো তাওয়াফ

চাবো তোমার কাছে গুনাহের মাফ।

কবুল করো আমায়- ওগো রহমান।

তোমার ঘরে আমায় করো মেহমান।।

আল্লাহ আমার...



হজ্জের শেষে যাবো মদিনায়-

দুরুদ সালাম দিবো নবীজির রওজায়।

তোমারই কাছে, নবীজির শাণে-

এই মিনতি আমার মনে প্রাণে।

কবুল করো আমায়- ওগো রহমান।

তোমার ঘরে আমায় করো মেহমান।।

আল্লাহ আমার....



আল্লাহ আমার, ওগো রহমান 

তোমার ঘরে আমায় করো মেহমান। 

এই জীবনে অনন্ত একবার 

হজ্জ করার করো তৌফিক দান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন