মধ্যবিত্ত অথবা ট্রাম দুর্ঘটনার পূর্বে
- সাকিব জামাল
জীবনানন্দ এখানে ভেসে চলে- জলে জলে!
কোলকাতা দ্যাখে... ঢাকা দ্যাখে...
দ্যাখে অপলক সব নদীমাতৃক চোখ।
তল্লাটে তল্লাটে ঘুরে, অবশেষে জমে নুন।
কী ভীষণ বেদনার গান!
অনুভব করো?
অনুভব করো,
হিমালয় থেকে সাগর অবধি-
পলিমাটির নিউরন,
ক্যামন অতৃপ্তি নিয়ে উদ্বিগ্ন থাকে সারাক্ষণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন