শনিবার, ১৪ মে, ২০২২

মায়া

 মায়া

- সাকিব জামাল


দক্ষিণে টানে উত্তর, উত্তরে টানে দক্ষিণ।

দূরে যাই, কাছে আসি। কেন? 'প্রশ্ন' উত্তরবিহীন!

মনোবিজ্ঞান বলে মনস্তাত্ত্বিক, বায়োলজি কয় জৈবিক। 

নৃবিজ্ঞান ধরে আদিম সুর, ইতিহাসে- প্রাগৈতিহাসিক। 

দক্ষিণে টানে উত্তর, উত্তরে টানে দক্ষিণ। 

অথচ, দুচোখে ভরা এখনো না-দেখার ঋণ!

আমি এতসব বুঝি না! 

তোমাকে বলি, ভালোবেসে-

আমাকে ভাঙো সেমি-কন্ডাক্টরের মতো,

হয়ে উঠি আরও এনার্জেটিক। প্রেমে! মায়ায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন