রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!

 আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!

- সাকিব জামাল


প্রেমিকার দেয়া রুমালের মতন-

যতক্ষণ থাকো কাছে, বেশ থাকি।

একটু শূণ্যতা অনুভবে, ভুগি ফেইক ডিজিজে!

মাথা ভনভন করে, দৌড় মারি নিউরোসাইন্স হাসপাতালে।

অথচ, কর্তব্যরত ডাক্তার বলেন, ভালোই আছেন! 

ধীরে ধীরে হেটে আসি-

সোহরাওয়ার্দী উদ্যানে। ভাবি, মহাবিশ্ব কি একটাই?

নাকি আরও পৃথিবী আছে?

কারেন্সি ফ্রি পৃথিবী! ওয়ার ফ্রি পৃথিবী!

ভাবতে ভাবতে ঝাপসা চোখে, দেখি, 

হঠাৎ আমার নিজের ছায়াটাই মাটিতে নাই।

বুঝে ফেলি, জাদুবাস্তবতায়-

টাকার উত্তাপে পুড়ে ছাই হয়ে গেছে শুদ্ধ সময়।

অচিন এক দ্রোহের পৃথিবীতে ছুটে যাই তখন।

বহুমাত্রিক ক্ষোভে, মন বলে, এখানে তুমিই সেরা! 

শুনে দেই ভোঁদৌড়-

শাহবাগের চৌরাস্তায়। চিৎকার করে বলি,

এই রাশিয়া, এই আমেরিকা,

যুদ্ধ থামা। যুদ্ধ থামা!

আমায় দেখে লোকে হাসে। বিচ্ছিরিভাবে হাসে!

(হয়তো তাদের অঢেল টাকা আছে 

অথবা যুদ্ধ ভালো লাগে!)

অথচ তাদের হাসি দেখে-

আমি উন্মাদ হয়ে যাই। একা একা বলি,

আহ্! কতোদিন প্রাণখুলে বাজার করি না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন