মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

স্বাধীনতার গান

 স্বাধীনতার গান

- সাকিব জামাল


স্বাধীনতার মানে, 

জানে বনের পাখি জানে!

ইচ্ছে খুশি-           

      উড়তে পারে, ঘুরতে পারে, 

গাইতে পারে গান।

আমার কাছে ভীষণ প্রিয়- 

পাখির সংবিধান!



পাখিদের দেখাদেখি,

লাল সবুজের ছবি আঁকি।

হবো আমি-           

      মুক্ত ভূমির মুক্ত পাখি,

স্বাধীনচেতা প্রাণ।

পাখির মতো গাইবো আমি-

স্বাধীনতার গান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন