রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

ঘাস বৃত্তান্ত

 ঘাস বৃত্তান্ত

- সাকিব জামাল


আমি ঘাস। ছোট বড় ঘাস। 

আমায়, ছাগলে খায়। 

গরুতে খায়...

মাঝেমধ্যে দুষ্ট নেতারাও খায়!



আমি ঘাস। ছোট বড় ঘাস। তবে,

ইচ্ছে আছে, পরজনমে- মশা হবো!

ছাগল কামড়াবো। 

গরু কামড়াবো।

সুযোগ পেলে-

সবার সাথেই শোধবোধ মেটাবো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন