সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ঘাস বৃত্তান্ত
- সাকিব জামাল
আমি ঘাস। ছোট বড় ঘাস।
আমায়, ছাগলে খায়।
গরুতে খায়...
মাঝেমধ্যে দুষ্ট নেতারাও খায়!
আমি ঘাস। ছোট বড় ঘাস। তবে,
ইচ্ছে আছে, পরজনমে- মশা হবো!
ছাগল কামড়াবো।
গরু কামড়াবো।
সুযোগ পেলে-
সবার সাথেই শোধবোধ মেটাবো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন