বৈশাখে, মেঘের আঁচলে...
- সাকিব জামাল
যৌবনা বৈশাখে, সোনারাঙা ফসল ওঠার কালে,
ইচ্ছে আছে, ঝড়ের রাতে লুকিয়ে যাবো একদিন-
দুরন্ত মেঘের আঁচলে, প্রেমে!
তুমি একটু শাড়ি পড়ো।
নীলের সাথে বন্ধুতা গড়ি খানিক।
তারপর, হাতচুড়ির গা বেয়ে বেয়ে-
মুক্তোর দানা হয়ে ঝরে পরবো,
যদি হাত বাড়াও!
আপত্তি নেই, তোমার আনন্দ হাসির সুরে,
বিলীন হয়ে যাক অস্তিত্ব আমার।
মনে রেখো, ফিনিক্স পাখির কথা। আর
বারবার বৈশাখও আসে দক্ষ কৃষকের মাঠে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন