বুধবার, ২২ মে, ২০২৪

সঙ্গমচিত্র

 সঙ্গমচিত্র

- সাকিব জামাল


বইছে উষ্ণ হাওয়া এলোমেলো কামনার ঝড়ে

বিরহে বিষন্ন মেঘ ছুটে চলেছে শূণ্যতার বুকে

হঠাৎ মিহি সুরে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত

সময়ের সমস্ত অভিমান 

কর্পুরের মতো উড়ে যায় তখন 

মেঘ ভেঙে চুরে হয় গুঁড়ো গুঁড়ো 

বাতাস ভিজে যায় প্রেমে।

আমরা বলি, আহ্! বৃষ্টি নেমেছে তীব্র সুন্দর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন