রাজনৈতিক সান্ডা
রবিবার, ২৫ মে, ২০২৫
রাজনৈতিক সান্ডা
ফিরে এসো মেহেরিমা
ফিরে এসো মেহেরিমা
- সাকিব জামাল
ফিরে এসো, মেহেরিমা।
এই ভরা পূর্ণিমায়-
ডুবতে চাই জলে;
স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!
নিস্তব্ধতা যেখানে কথা কয়
ছলাৎ, ছলাৎ। দূরে দাড়িয়ে
থাকা তালগাছের ডানায়
বাবুইয়ের বাসা ঘিরে
জোনাকিরা করে
নাঁচ উৎসব।
ফিরে এসো, মেহেরিমা
স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!
এক পাশে ফসলের বুকে
শুয়ে আছে মেঠোপথ;
নীল জোছনাবিলাসে।
দিক দখিন দাখিল করেছে
মিহি বাতাসের গান,
ধানের ঘ্রাণ।
মাতাল এই প্রাণ,
সভ্যতার ধারাবাহিক ভাবনায়।
ফিরে এসো, মেহেরিমা
স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়।
আহ্! দ্যাখো, দ্যাখো
রাতের এতোটা গভীরে
জলে জ্বলে চাঁদ;
অচেনা এক রাজহংসী
খুনসুটি করে তার সাথে
অকৃত্রিম মহব্বতে;
তীব্র কামনায়!
ফিরে এসো, মেহেরিমা
স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!
ডানা ও ডিএনএ
ডানা ও ডিএনএ
- সাকিব জামাল
পূর্বপুরুষদের সোনালি ডানায়
আঘাত দিও না; ডানার ওমে
বেড়ে উঠেছে লাল সূর্য
সবুজের জমিনে।
সময়ের গানে কখনও অনুজ
ছিন্ন করো না প্রেম; বরং থেকো
ধারাবাহিক পজিটিভ,
ডিএনএ মিউটেশনে!
মুহব্বত
মুহব্বত
- সাকিব জামাল
কলবে কলম আমার,
তোমার মনটা দিও;
লিখবো কবিতা প্রেমের
আসমানে-জমিনে
দু'জনার!
জারী থাকুক মুহব্বত
অনন্তকাল।
বুধবার, ১৪ মে, ২০২৫
ফিলিস্তিনি শিশু
ফিলিস্তিনি শিশু
- সাকিব জামাল
কেমন মুসলিম বিশ্ব,
আমরা কেমন মুসলমান?
ফিলিস্তিনে শহীদ হয় শিশু
আমাদের কাঁদে না প্রাণ!
আমাদের কাঁদে না প্রাণ!
শিশুদের জন্য, মানবতার জন্য
মুসলিম ঐক্য বাঁধো,
স্বাধীনতার জন্য লড়ো আর
খোদার কাছে কাঁদো।
এক হও বিশ্ব মুসলিম
জুলুমের করো অবসান!
জালিম হটিয়ে, খোদা আমার
বিজয় করো দান,
শান্তি আর নিরাপদে থাকুক
সব ফিলিস্তিনি সন্তান।
জাগো এবার বিশ্ব বিবেক,
ধরো মানবতার গান।