বুধবার, ১৪ মে, ২০২৫

ফিলিস্তিনি শিশু

 ফিলিস্তিনি শিশু

- সাকিব জামাল


কেমন মুসলিম বিশ্ব, 

আমরা কেমন মুসলমান?

ফিলিস্তিনে শহীদ হয় শিশু

আমাদের কাঁদে না প্রাণ!

আমাদের কাঁদে না প্রাণ! 


শিশুদের জন্য, মানবতার জন্য 

মুসলিম ঐক্য বাঁধো,

স্বাধীনতার জন্য লড়ো আর 

খোদার কাছে কাঁদো।

এক হও বিশ্ব মুসলিম 

জুলুমের করো  অবসান! 


জালিম হটিয়ে, খোদা আমার 

বিজয় করো দান,

শান্তি আর নিরাপদে থাকুক 

সব ফিলিস্তিনি সন্তান।

জাগো এবার বিশ্ব বিবেক, 

ধরো মানবতার গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন