রবিবার, ২৫ মে, ২০২৫

রাজনৈতিক সান্ডা

 রাজনৈতিক সান্ডা 

- সাকিব জামাল 

সান্ডার কথা কী আর বলবো ভাই!
গ্রামে এমনই প্রাণী আছে,
যারে গুইসাপ বলে বেড়াই। 
বোকা বোকা ভাব করে
কিন্তু চালাক ভীষণ, 
সুযোগ পেলেই হাস মুরগির ডিম 
খেয়ে ফেলে যখন তখন। 
একদিনের গল্প করি শোনেন,
আমার বয়স কতো আর হবে
সাত, আট, নয় গোনেন!
ঘরে ঢুকে হঠাৎ সান্ডা
ডিম নিল সব খেয়ে,
দাদী এলো লাঠি নিয়ে
পিছে পিছে তার ধেয়ে।
আমিও ওকে মারতে হাতে
লাঠি নিলাম তাড়াতাড়ি,
চালাক সান্ডা পালিয়ে গেল
সাঁতরে খাল পাড়ি।
বড় হয়ে ঠিক এমনই সান্ডা
দেখি রাজনৈতিক ময়দানে
লুটপাট আর চুরি করে 
দেশ ছাড়ে গোপনে।
এদেরকেও যায় না ধরা
যায় না ছোঁয়া
চালাক তারা অতি,
সুযোগ পেলেই 
এ দল ও দল করে
করে জনগণের ক্ষতি। 
রাজনৈতিক এই সান্ডাদের থেকে
দেশটা মুক্ত থাকুক, 
ফাক ফোকর না পেয়ে এরা
আইনের চুলায় জ্বলুক। 
-----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন