রবিবার, ২৫ মে, ২০২৫

ফিরে এসো মেহেরিমা

 ফিরে এসো মেহেরিমা

- সাকিব জামাল

ফিরে এসো, মেহেরিমা।

এই ভরা পূর্ণিমায়-

ডুবতে চাই জলে;

স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!

নিস্তব্ধতা যেখানে কথা কয়

ছলাৎ, ছলাৎ। দূরে দাড়িয়ে

থাকা তালগাছের ডানায়

বাবুইয়ের বাসা ঘিরে

জোনাকিরা করে

নাঁচ উৎসব।

ফিরে এসো, মেহেরিমা

স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!

এক পাশে ফসলের বুকে

শুয়ে আছে মেঠোপথ;

নীল জোছনাবিলাসে।

দিক দখিন দাখিল করেছে

মিহি বাতাসের গান,

ধানের ঘ্রাণ।

মাতাল এই প্রাণ,

সভ্যতার ধারাবাহিক ভাবনায়।

ফিরে এসো, মেহেরিমা

স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়।

আহ্! দ্যাখো, দ্যাখো

রাতের এতোটা গভীরে

জলে জ্বলে চাঁদ;

অচেনা এক রাজহংসী

খুনসুটি করে তার সাথে

অকৃত্রিম মহব্বতে;

তীব্র কামনায়!

ফিরে এসো, মেহেরিমা

স্নিগ্ধ গ্রামীণ নদীর মোহনায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন