রবিবার, ২৫ মে, ২০২৫

ডানা ও ডিএনএ

 ডানা ও ডিএনএ

- সাকিব জামাল


পূর্বপুরুষদের সোনালি ডানায়

আঘাত দিও না; ডানার ওমে

বেড়ে উঠেছে লাল সূর্য

সবুজের জমিনে।

সময়ের গানে কখনও অনুজ

ছিন্ন করো না প্রেম; বরং থেকো

ধারাবাহিক পজিটিভ,

ডিএনএ মিউটেশনে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন