সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
মুহব্বত
- সাকিব জামাল
কলবে কলম আমার,
তোমার মনটা দিও;
লিখবো কবিতা প্রেমের
আসমানে-জমিনে
দু'জনার!
জারী থাকুক মুহব্বত
অনন্তকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন