বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

মলয় পবন

ওহে মলয় পবন
রয়েছি যে তোমার প্রতীক্ষায়
‍নিয়ে আসবে সাথে করে
রূপ সৌন্দর্যের আগুন
‍প্রেম ভালোবাসায় ভরা আ‍‍‍‍‍‍‍‍রেকটা ফাগুন
এসো তব তাড়া করে
‍মিনতি তোমায় এসো ‍নিয়ে
মোর প্রেয়সীর নিশ্বাস
‍যেটুকু দিয়েছে ‍সে
আমাকে যখন ছুঁয়ে যাবে
‍দিও সেটুকু মোরে
তারে না দেখার
দীর্ঘশ্বাস মোর মিটবে তবে
তোমার কৃতঞ্জতায়
তার কথাগুলো কোকিলকে দিও
বলো- সুর দিয়ে তায় গান করে যেন
একটু কষ্ট করে ভাসিয়ে দিও
প্র‍তীক্ষায় রইল তাহার
আকুল মোর মন

ধন্য তুমি হে মলয় পবন|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন