আসুন দু'ফোটা অশ্রু ফেলি
তাদের জন্যে-
জীবন বাঁচাতে গার্মেন্টস্ এ এসে
আগুনে পুড়ে যারা আঙ্গার হলো
কিংবা লঞ্চ ডুবিতে সলিল সমাধি
যাদের স্বপ্ন নিল কেড়ে
অথবা যেসব তাজা প্রাণ
পিষ্ঠ হলো চাকার নিচে |
আসুন দু'ফোটা অশ্রু ফেলি
তাদের জন্যে-
জীবনের প্রয়োজনে সীমান্তে গিয়ে
বি এস এফ এর যারা নিশানা হলো
কিংবা সন্ত্রাসীদের লোভের কাছে
যাদের জীবন খুন হলো
অথবা যেসব জীবন্ত মানুষ
যারা গুম হলো দিনে দুপুরে |
আসুন দু'ফোটা অশ্রু ফেলি
তাদের জন্যে-
মৃত্যু সেতো অনিবার্য তবুও
স্বাভাবিক মৃত্যু হয়না যাদের ভাগ্যে
মৃত্যু সেতো অনিবার্য তবুও
অকালে ঝরে যত প্রাণ
মৃত্যু সেতো অনিবার্য তবুও
বাধ্য হয়ে যারা আত্মঘাতি অভাগা |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন