: স্যার,
: বল্
: কি করেন, স্যার !
: কেন ঐ পাখিটাকে গুলি করব
: স্যার, ওটাতো পাখিনা !
: কি তবে, মদন ?
: মানুষের মত দেখায় ,
স্যার, মনে হচ্ছে কোন
কিশোরী হবে ।
: এপারের না ওপারের
: ওপারের স্যার
: তাহলেতো চালাতে হয়
: কি স্যার !
: গুলি
: ঠ্যাঁট, ঠ্যাঁট,ঠ্যাঁট...
: লাশটাকে কাঁটাতারে ঝুলিয়ে
রাখ ।
বাহাদুর জোয়ান বলে কথা
গুলি করব যথাতথা
লাশ পড়বে পড়ুক বাংলাদেশে
আমাদের তাতে কি যায় আসে ?
: স্যার,
: আবার কি হল ?
: যদি বাংলাদেশ কিছু বলে ?
: আরে বলবেনা
: কেন স্যার ?
: আমরা ওদের বন্ধু রাষ্ট্র
তো !
: তাই স্যার ?
: তবে আর কি !
: স্যার,
: হ্যাঁ, বল্
: যদি এপার থেকে কথা ওঠে
স্যার
: বলব তবে "গরু
চোর"
: ওপারের সবাই "গরু চোর"....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন