মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

দ্বৈতাদ্বৈত

অবাক হই
এতটা ভালোবাসাও সম্ভব
আমার এ ক্ষুদ্রতম প্রেমের প্রতিদানে
ভালোবাসি ঠিকই
ছন্দপতনও তো ঘটে মাঝে মাঝে
অথচ তার অস্তিত্বে কেবলই আমি
‍সে হাসলে আমি হাসি
‍সে কাঁদলে আমি কাঁদি
অথবা কখনো সে হাসি-কান্নার কারনটাই আমি
পদ্মবসা আমার জন্য
হয়তো রাজি করতে নরক বাস
ভালোবাসে-ভালোবাসি, পাশে থাকে-থাকি পাশে
বাকি সময় রাখি ধ্যানে
মাঝে মাঝে ক্ষেপে উঠি
না জানি কোন জ্ঞানে ।
আমি সামান্য
‍সে দেবী
তাইতো এ দ্বৈতাদ্বৈত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন