বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

কথোপকথন

ফুলকে ভ্রমর-
তুমি সুন্দর
সবই সুন্দর তোমার
ভাজে ভাজে এত রূপ, এত মাধূর্য, এত যৌবন
বারবার তাই আমি ভালোবাসতে ভালোবাসি 
গান গাই কাছে ডাকি
শোন তবে,
উন্মুক্ত কর পাপড়ির ভাজ
গর্ভমুন্ড প্রকাশ্যে আসুক
পরাগরেনু সেতো আমার কাছে
অব্যহত থাকুক বংশগতি !
ফুল হেসে বলে-
আমিতো যাইনি ঝরে, তুমি যাচ্ছ কই শুনি ?
ভ্রমর-
যাবো কোথায় বলো তোমায় ছেড়ে
তারপরও কি লাভ নিজেকে নিজের মাঝে রেখে
এবার কিছুটা উত্তেজনায়
লজ্জা পেয়ে ফুল বলে-
এত্তো পাগল হলে কি চলে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন