সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

পরিশীলিত প্রদীপ জ্বালাও তুমি

তাবৎ বিশ্বে চলছে তিমিরের তুফান !
কে জ্বালাবে হেথায় প্রদীপের প্রাণ ?
গহীন গহ্বরে মানবতা নানা ছলে কুপোকাত!
বিবেকহীন বিদ্রুপে ভ্রুকুটি মারে সেথা জুলমাত!
তেমন সাধক কোথায় পাব হেন জামানায় ?
পঙ্কিলে যে পদ্ম ফোটাবে মানবপ্রেম সাধনায় !
সব সাধকের 'তথাকথিত' সব বংশধরেরা চলছে ভুল পথে ছল চাতুরি রটে !
কে শুধরাবে ? কে সত্য পথের আলোর দিশা দিবে? কে আনবে তাদের সমতল তটে ?
পই পই করে তবুও কবিতার পঙতিমালায় আশা জ্বালিয়ে রাখি মজলুম সব অন্তরে !
তুমি, হ্যাঁ, তুমিও হতে পারো সেই সাধক, পরিশীলিত প্রদীপ জ্বালিয়ে বিশ্বের সব বন্দরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন