সাত সকালে কুয়াশার পলক:
তোমার মধুর অভিমান!
মিষ্টি মিষ্টি রোদের সলক:
তোমার হাসি-গান!
হালকা হালকা শীতের ধকল:
আমার বিরহকাতর প্রাণ!
একটু একটু উষ্ণতার মহল:
আমার মিলন ঐক্যতান!
সুইট নভেম্বর: কিন্তু, টক-ঝাল-মিষ্টি কাল!
প্রকৃতির রূপনগরে- চলে প্রেমের দোলাচাল।
তোমার মধুর অভিমান!
মিষ্টি মিষ্টি রোদের সলক:
তোমার হাসি-গান!
হালকা হালকা শীতের ধকল:
আমার বিরহকাতর প্রাণ!
একটু একটু উষ্ণতার মহল:
আমার মিলন ঐক্যতান!
সুইট নভেম্বর: কিন্তু, টক-ঝাল-মিষ্টি কাল!
প্রকৃতির রূপনগরে- চলে প্রেমের দোলাচাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন