আনন্দে বাঁচো।
আনন্দে বাঁচো মন সর্বক্ষণ।
এ জীবন আনন্দময়, এ পৃথিবী আনন্দময়-
যদি তুমি সাজাতে পারো!
খুব বেশি কিছু করতে হবে না এজন্য-
শুধুমাত্র লোভশত্রুকে করো দমন!
লোভ: সে কেবলই তোমাকে দুঃখে ডুবিয়ে রাখতে চায়-
এসব উপেক্ষা করতে শেখো! নিয়ন্ত্রক হও অনুভুতির।
অনুভুতিতে সুখ বারবার তৈরি করো!
আনন্দে বাঁচো।
--------------
ইংরেজি অনুবাদ
---------------
Live in Pleasure.
আনন্দে বাঁচো মন সর্বক্ষণ।
এ জীবন আনন্দময়, এ পৃথিবী আনন্দময়-
যদি তুমি সাজাতে পারো!
খুব বেশি কিছু করতে হবে না এজন্য-
শুধুমাত্র লোভশত্রুকে করো দমন!
লোভ: সে কেবলই তোমাকে দুঃখে ডুবিয়ে রাখতে চায়-
এসব উপেক্ষা করতে শেখো! নিয়ন্ত্রক হও অনুভুতির।
অনুভুতিতে সুখ বারবার তৈরি করো!
আনন্দে বাঁচো।
--------------
ইংরেজি অনুবাদ
---------------
Live in Pleasure.
Live in pleasure.
Live in joy forever.
This life is blissful, this world is heavenly-
If you can decorate those nicely!
You don't have to do too much -
Only suppress the greediness that is your enemy!
Greediness: It wants to submerge you in sorrows only!
Learn to ignore these! Be the feelings controller!
Create happiness in your feelings over and over!
Live in pleasure.
Live in joy forever.
This life is blissful, this world is heavenly-
If you can decorate those nicely!
You don't have to do too much -
Only suppress the greediness that is your enemy!
Greediness: It wants to submerge you in sorrows only!
Learn to ignore these! Be the feelings controller!
Create happiness in your feelings over and over!
Live in pleasure.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন