ইস্যু'র পর ইস্যু-
ছাড়েনা বাঙালির পিছু!
ওঠে থরথর,
চায়ের কাপে ঝড়!
কিছুদিন থেকে রেশ
এরপর, আলোচনা শেষ!!!
ছাড়েনা বাঙালির পিছু!
ওঠে থরথর,
চায়ের কাপে ঝড়!
কিছুদিন থেকে রেশ
এরপর, আলোচনা শেষ!!!
তবু, নিত্য ইস্যুর গ্যারাকলে-
বাঙালির সমকাল বয়ে চলে!
বাঙালির সমকাল বয়ে চলে!
কোথাও কেউ নেই, যে বুঝবে-
জনগণের মন কিছু?
এক ইস্যু থেকে মুক্তি দেয়-
কেবল নতুন অন্য ইস্যু!
জনগণের মন কিছু?
এক ইস্যু থেকে মুক্তি দেয়-
কেবল নতুন অন্য ইস্যু!
এখন সময়- ইস্যুময়!
ইস্যুতে ইস্যু লুকিয়ে রয়!
ইস্যুতে ইস্যু লুকিয়ে রয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন